পরিবেশবান্ধব উন্নয়নের দিকে এগুচ্ছে চীনের কৃষি খাত। বিশেষ করে সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ ও বাস্তুসংস্থানের সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটি ।
এছাড়া চীনের কৃষিজমির গুণগত মানের গড়ও উন্নত হয়েছে। জলজ সম্পদ ও অনাবাদি জমি সংরক্ষণেও অগ্রগতি দেখিয়েছে চীন। মাছ ধরায় বিধি নিষেধ, অনাবাদি জমির মালিকানা পুনর্গঠন ইত্যাদি পদক্ষেপ এক্ষেত্রে বিশেষভাবে সহায়ক ভূমিকা রেখেছে।
সংশ্লিষ্টরা বলছে, কৃষি খাতে উচ্চগতির প্রবৃদ্ধি অর্জনের জন্য পরিবেশবান্ধব উন্নয়ন অপরিহার্য। উৎপাদন দক্ষতা ও গুণগত নিরাপত্তা, সম্পদ সংরক্ষণ ইত্যাদি নিশ্চিত করতে হলে কৃষি খাতের আধুনিকায়ন করতে হবে এবং তা হতে হবে পরিবেশের জন্য সহায়ক উপায়ে। তথ্য ও ছবি: চায়না ডেইলি
ইবাংলা/জেএন/২৮ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.