ঢাবির কনফুসিয়াস ইন্সটিটিউটে পাঠদান শুরু :চীনে শিক্ষাবৃত্তির নতুন সুযোগ সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভাষা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য চীনে শিক্ষাবৃত্তির নতুন সুযোগ সৃষ্টি করছে। এমন মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুনভাবে যাত্রা শুরুর অনুষ্ঠানের বক্তারা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছয়তলায় স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুন যাত্রা শুরু হলো। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও করোনা মহামারীর কারণে গত আড়াই বছর এই প্রতিষ্ঠানটির ক্লাসরুমগুলো বন্ধ ছিল। করোনা মহামারীর প্রকোপে এই ইন্সটিটিউটের চীনা শিক্ষকরা স্বদেশে ফিরে যান। অনলাইনে কিছু কিছু ক্লাস চালু থাকলেও সরাসরি পাঠদান বন্ধ থাকে। এখন মহামারী থেকে বাংলাদেশ অনেকটাই স্বাভাবিক পরিবেশে ফিরে আসায় নতুনভাবে সরাসরি পাঠদান শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন…চীন স্থায়ীভাবে বহুপক্ষবাদ সমর্থন করে আসছে

সোমবার বিকেলে অনুষ্ঠিত ঘরোয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফুসিয়াস ইন্সটিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চায়নিজ ডিরেক্টর ইয়াং হুই। আরোও বক্তব্য রাখেন ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির যিনি ঢাবির কনফুসিয়াস ইন্সটিটিউটেরও অন্যতম পরিচালক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের প্রধান মো. আফজাল হোসেন, ঢাবির অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মুহাম্মাদ শরীয়ত উল্লাহ প্রমুখ।চায়নিজ ডিরেক্টর ইয়াং হুই চীন আন্তর্জাতিক বেতারকে জানান, তিনি সদ্য বাংলাদেশে এসেছেন।

আরও পড়ুন…নোয়াখালীতে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৭

কনফুসিয়াস ইন্সটিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং এর কর্ম পরিধিকে আরও প্রসারিত করতে চান তিনি। আগামী মাস থেকেই কিছু কিছু ক্লাস সরাসরি শুরু হতে পারে বলেও জানান তিনি। অনুষ্ঠানে কনফুসিয়াস ইন্সটিটিউট ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনাভাষার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র: সিএমজি বাংলা

ইবাংলা/জেএন/২৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us