করোনায় আরও ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৯৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫২টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ১১ জন।

Contact Us