গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঝরা রক্ত কখনও বৃথা যাবে না

ইবাংলা প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঝরা রক্ত কখনও বৃথা যাবে না। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন।

Islami Bank

ফখরুল আরও বলেন, জনগণ জেগে উঠেছে, বর্তমান অবৈধ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি থাকবে।

আরও পড়ুন…নোয়াখালীর তহশীলদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

চলমান আন্দোলনে ভোলা জেলার দুই নিহতের পরিবারের সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদান তুলে দেন বিএনপি মহাসচিব।

one pherma

অস্ট্রেলিয়া বিএনপি নেতা প্রকৌশলী হাবিবুর রহমান ও আমেরিকার বিএনপি নেতা সাইফুল আলম কদর এই অর্থ সহায়তা দিয়েছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ভোলায় নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম।

কেন্দ্রীয় ছাত্র দল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, নুরে আলমের স্ত্রী ইফরাত জাহান, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ বক্তব্য দেন।

ইবাংলা/জেএন/১৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us