মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা: ইরান
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টি ও অস্থিতিশীল করার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
রোববার সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি। কলিবফ আরও বলেন, পশ্চিম এশিয়া এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। মুসলিম দেশগুলোতে সংঘাত-সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে। গৃহযুদ্ধ বাধানোর লক্ষ্যে শত্রুরা কাজ করছে। খবর তাসনিম নিউজের।
ইরানের স্পিকার আরও বলেন, বিভিন্ন দেশের অভ্যন্তরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর পরস্পরের মধ্যেও বিভেদ জিইয়ে রাখার জন্য সব সময় কাজ করছে শত্রুরা।
তারা চায় না এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠুক। যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র এ ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান কলিবফ।
এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইরানের যৌক্তিক নীতি-অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান।