ধনবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জীব ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭ হাজার ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ-সার বিতরণ করা হয়।

Islami Bank

আরও পড়ুন…বীরপ্রতীক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; তদন্ত সম্পন্ন

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসে আয়োজনে এসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়মী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিাযোদ্ধা শামছুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

one pherma

ধনবাড়ী উপজেলার কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৪০০ জন কৃষকে বিনামূল্যে হাই ব্রিড জাতের ধান ২ কেজি, উফশী ৫ কেজি, পটাশ ও ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

ইবাংলা/জেএন/৫ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us