ইউএস-আফ্রিকা সামিটে অংশ নিতে আফ্রিকান দেশগুলোর নেতারা এখন যুক্তরাষ্ট্র। এ সম্মেলনের মধ্যেই কাতারে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে মরক্কো।
প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া আফ্রিকার দেশ মরক্কোর এ খেলা দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখান্নাউচের সঙ্গে বসে ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচটি একসঙ্গে উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে ফ্রান্সের কাছে ২-০ গোলে সেমিফাইনালে হেরে মরক্কোর রূপকথার অবসান ঘটে। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় মরক্কোকে অভিনন্দন জানান তিনি।
হোয়াইট হাউজের বরাত দিয়ে এ তথ্য জানায় ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, মার্কিন-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান নেতারা যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেমিফাইনাল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.