আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক আজ শনিবার (১৭ ডিসেম্বর)। সন্ধ্যা ৬টা থেকে গণভবনে এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…ইবাংলার সম্পাদক ইস্রাফিলকে ফের হত্যার হুমকি

আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ বৈঠক ডাকা হয়েছে। কারণ দলটির গঠনতন্ত্রমতে দলীয় বাজেট জাতীয় কমিটির বৈঠকে অনুমোদন নিতে হয়। সেই অনুযায়ী আজকের বৈঠকে দলীয় বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

one pherma

দলের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে এই বৈঠক ডাকা হয়েছে। আওয়ামী লীগ সভায় জাতীয় কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।

ইবাংলা/জেএন/১৭ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us