প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। দিনটি উদযাপন করবে তার গানের সতীর্থ ও ভক্তরা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব উৎসব’। গানের এই তারকা নেই ১৫ বছর হয়ে গেল।
কিন্তু তার জন্ম কিংবা মৃত্যুদিনে স্মরণ করতে প্রতিবছরই কনসার্টের আয়োজন করা হয়। তবে এবার ‘সঞ্জীব উৎসব’ শিরোনামের একটি আয়োজন একটু ব্যতিক্রমভাবেই করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একাদশবারের মতো হবে এ উৎসব।
আরও পড়ুন…পুরস্কারে লাথি মারার ঘটনার পর যা বললেন বডিবিল্ডার শুভ
বিকেল ৪টায় শুরু হওয়া এ উৎসবে গান গাইবেন- লিমন, লাবিক কামাল গৌরব, জয় শাহরিয়ার, আরমীন মুসা, বাংলা ফাইভ, সন্ধি, সালেকীন, শুভ্র, রিয়াদ হাসান, সাহস মোস্তাফিজ, সুহৃদ স্বাগত, দুর্গ, কোলস্লো, অর্ঘ্য, রাফসান, লিসান, পলাশ, পিজু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা।
‘আমি তোমাকেই বলে দেব’, ‘তোমার ভাঁজ খোলো’, ‘চাঁদের জন্য গান’, ‘স্বপ্নবাজি’,‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, এ রকম কালজয়ী গানের জন্য জনপ্রিয় হয়ে উঠেন সঞ্জীব চৌধুরী। তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’এর অন্যতম প্রতিষ্ঠাতা।
দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
ইবাংলা/জেএন/২৫ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.