বামনায় এসএসসি পরীক্ষার্থী রহিম হাত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনা ও বামনা প্রতিনিধি :

বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবদুর রহিম হত্যারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটায় স্কুল শিক্ষক,অভিবাবক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন পালন করেন। মানববন্ধন চলাকালে নিহতর বাবা মায়ের আহাজারিতে এলাকায় ভারি হয়েছে। এসময় বক্তরা জানান,গতশুক্রবার বিকালে

আরও পড়ুন…চীনের অথর্নীতি বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি :চীনা প্রেসিডেন্ট

ঢুঠাখালী গ্রামের আমির হোসেনের ছেলে প্রাইভেট পড়তে বাড়ী থেকে উত্তর কাকচিড়া স্কুলে যায়। রাত হয়ে গেলেও সে বাড়ীতে ফিরেনি। পরিবারের লোকজন মনে করেছে কোন আত্মীয় স্বজনের বাড়ী অথবা বন্ধু বান্ধবের বাড়ীতে রয়েছে। পরে শনিবার দুপুরে কৃষক মাঠে ধান কাটতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পড়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বশিরুল আলম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীও জেল হাজতে আছেন। প্রকৃত আসামী ধরতে অধিকতর তদন্ত চলছে। তবে ধারনা করা যায় এটি একটি পরিকল্পিত হত্যা।

ইবাংলা/জেএন/২ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us