ফুটবল মানেই বাংলাদেশের শিরোপার লড়াই

ক্রীড়াঙ্গন ডেস্ক

পুরুষ ফুটবলে সেই অর্থে সাফল্য নেই বাংলাদেশের। নারী ফুটবলই একমাত্র আশার আলো। বিশেষ করে সাফে বয়স ভিত্তিক ফুটবল মানেই বাংলাদেশের শিরোপার জন্য লড়াই।

Islami Bank

বাংলাদেশ অষ্টমবারের মতো সাফে বয়সভিত্তিক ফাইনাল খেলছে। স্বাগতিক হওয়ায় এই ট্রফি জয়ের সুযোগ মিস করতে চান না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমরা ট্রফি জয়ের জন্য মাঠে নামব।

মেয়েরা মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তবে নেপাল ভালো দল। তাদের বিপক্ষে লিগ পর্বে ৩-১ গোলে জয়ী হয়েছিলাম। আশা করছি ফাইনালেও তাদের পরাস্ত করে ট্রফি জিততে পারব।’

অধিনায়ক শামসুন্নাহারেরও চ্যাম্পিয়নের দিকেই দৃষ্টি, ‘নেপালের সঙ্গে আগে যেভাবে খেলেছিলাম সেভাবেই খেলার চেষ্টা করব। অবশ্যই খেলার মধ্যে সুযোগ আসবে এবং তা কাজে লাগানোর চেষ্টা করব।’

one pherma

টুর্নামেন্টে বাংলাদশ তাদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল। সেই নেপাল নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে। দুই নেপালের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করলেন বাংলাদেশের কোচ ছোটন, ‘ভারতের গোলরক্ষকের ভুলের কারণে ম্যাচ বদলে গেছে।

নেপালকে শক্তিশালী দল ধরে মাঠে নামব। ওদের কয়েকজন খেলোয়াড়ের খেলা চোখে পড়েছে। ভারত ও আমাদের বিপক্ষে ওদের দুটি ম্যাচ বিশ্লেষণ করেছি, আমরা সেভাবেই মাঠে খেলব। ’

আগামীকাল বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ইবাংলা/ জেএন/৮ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us