বরগুনার বামনা উপজেলার দক্ষিণ বুকাবুনিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী গ্রামের মোঃ জাহাঙ্গীর সিকদারের ছেলে মোঃ আউয়াল সিকদারকে(২৭) এক কেজি গাঁজাসহ বামনা থানা পুলিশ আটক করেছে।
তবে আটককৃত মোঃ আউয়াল সিকদারের বর্তমান জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পিতার নাম আবুল কালাম, মাতাঃ রেনুয়ারা বেগম, গ্রামঃ ভাদুঘর(উত্তর ভাদুঘর), উপজেলাঃ ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া।
বামনা থানা সূত্রে জানা যায়, বরগুনার বামনা উপজেলার দক্ষিণ বুকাবুনিয়া গ্রামের সৎ নানা মোঃ খাবির উদ্দিন আকন বাড়িতে ১৩ ফেব্রুয়ারি(সোমবার) রাতে গাঁজা নিয়ে মোঃ আউয়াল সিকদার বেড়াতে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আলমের নেতৃত্বে এসআই কে এম রাশিদুর রহমান ও এসআই দেবাশীষ হাওলাদার সংগীয় ফোর্সসহ মঙ্গলবার বেলা পোনে ১২টায় গাঁজা বিক্রয়ের সময় মোঃ আউয়াল সিকদারকে মোঃ খাবির উদ্দিন আকনের বাড়ি থেকে আটক হয়ে।
তখন মোঃ আউয়াল সিকদারের স্বীকার উক্তি অনুযায়ী ওই বাড়িতে তল্লাশি করে পলিথিন ব্যাগে রক্ষিত এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন…বামনায় এককেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
বামনা থানার এসআই কে এম রাশিদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মোঃ আউয়াল সিকদার বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করেছে।
ইবাংলা/ জেএন/১৪ ফেব্রুয়ারি , ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.