জঙ্গী ও সন্ত্রাস‌ীদের যারা আশ্রয় প্রশ্রয় দি‌চ্ছে তা‌দেরও আইনের আওতায় আনা হ‌বে : বীর বাহাদুর

বান্দরবান প্রতি‌নি‌ধি:

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি ব‌লে‌ছেন, বর্তমান সরকা‌রের একের পর এক উন্নয়‌ন কর‌ছে।

Islami Bank

এদি‌কে এক‌টি সন্ত্রাসী চক্র পাহা‌ড়ে জঙ্গী‌দের আশ্রয় দি‌য়ে সহ‌যো‌গিতা কর‌ছে। এসব জঙ্গী ও সন্ত্রাস‌দের যারা আশ্রয় প্রশ্রয় দি‌চ্ছে তা‌দের সকল‌কে আইনের আওতায় আনা হ‌বে।

শ‌নিবার (১৮‌ফেব্রুয়ারী) সকা‌লে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ড ও জেলা পরিষদের অর্থ্যায়নে রুমা বাস ট‌ি‌র্মিনাল ও ৭টি উন্নয়ন প্রক‌ল্পের উদ্বোধন ও ভি‌ত্তি প্রস্তর স্থাপন ক‌রে রুমা উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে ম‌ত বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এ কথা ব‌লেন।

প‌রে রুমার ৪‌টি ইউনিয়‌নের ১৫শ ৯৬ জন মানু‌ষের মা‌ঝে ভি‌জি‌ডি ক‌ার্ড বিতরন ক‌রেন তি‌নি। এসময় মন্ত্রী আরো ব‌লেন, পাহা‌ড়ে জঙ্গী ও সন্ত্রাস দমন আইনশৃখলা বাহিনীর প‌ক্ষে একা সম্ভব নয়। এসময় তি‌নি পাহা‌ড়ে জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে সকল‌কে এক‌ত্রে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন…বইমেলায় পাওয়া যাচ্ছে ‘বাংলা ভাষার সহজপাঠ’

এসময় জেলা পরিষদ মুখ্য নিবাহী কর্মকতা এটি এম কাউছার, অতি‌রিক্ত ‌জেলা প্রশাসক ফজলুর রহমান, রুমা উপ‌জেলা চেয়ারম‌্যান উহ্লা‌চিং, উপ‌জেলা‌ নির্বাহী কর্মকর্তা মো:মামুন শিবলী।

one pherma

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সদর সা‌র্কেল মো: শাহ আলম, পাবত্য চট্টগ্রা‌ম উন্নয়ণ বো‌র্ড বান্দরবান ইউনি‌টের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়া‌ছির আরাফাতসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।

পার্বত‌্য চট্টগ্রা‌ম উন্নয়ণ বো‌র্ডের ৩‌কো‌টি ২৫লাখ ব‌্যয়ে বে‌থেল পাড়া ইসি‌সি জু‌নিয়র সান‌ডে স্কুল ভবনের উদ্বোধন এবং ছে‌পো পাড়া বৌদ্ধ বিহার, রুমা বাস টা‌র্মিনাল।

আরও পড়ুন…একইপরিবারে ৪টি শিশুর জন্ম সহযোগিতায় ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠন

মুনলাই পাড়া মা‌ল্টি পারপাস সেন্টার ও জাইঅন পাড়া ইভান‌জে‌লিক‌্যাল খ্রী‌স্টিয়ান চার্চ নির্মাণ কা‌জের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ক‌রা হয়।এছাড়া জেলা পরিষদের অথ্যায়নে ৮০লাখ টাকা দুটি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়

ইবাংলা/ জেএন/১৮ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us