চট্টগ্রামে ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখার সুযোগ

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

Islami Bank

একই মাঠে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতে মাঠে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড। এরই মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল।

এদিকে চট্টগ্রামেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য অপরিবর্তিত রেখেছে বিসিবি। চট্টগ্রামে ম্যাচের দিন ও আগের দিন এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার এবং বিটাক চত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টারে ম্যাচের টিকিট পাওয়া যাবে।

one pherma

চট্টগ্রামেও সর্বনিম্ন মাত্র ২০০ টাকার বিনিময়ে দেখা যাবে ম্যাচ। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আর দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে ১৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।

৩০০ টাকায় নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাবেন দর্শকরা। ৫০০ টাকায় ক্লাব হাউজ এবং ১০০০ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us