‘একটু’ বিলম্বে রাজাকারদের তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। শুক্রবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা জানান।
আরও পড়ুন>>মানবিক কারণে জেলের বাইরে খালেদা জিয়া: কাদের
মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, ইতোমধ্যে একটি আইন পাসে রাজাকারদের তালিকা প্রকাশের বৈধতা পাওয়া গেছে। এ তালিকা তৈরিতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা প্রণয়ন কমিটি নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে। তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একটু বিলম্বে প্রকাশিত হবে।
আরও পড়ুন>> গর্ভকালীন মায়ের খাবার-দাবার
এ সরকারের মেয়াদে তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, তালিকা প্রকাশে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। দ্রুত সময়ে মধ্যে তালিকা প্রকাশ করার তাগিদ রয়েছে। এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.