ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরও আড়াই কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই ঘটনার মাস্টারমাইন্ডকে শনাক্ত করার পাশাপাশি তদন্তে অনেকখানি অগ্রগতি আছে। এই ঘটনায় আড়াই কোটি টাকাসহ মোট উদ্ধার করা হয়েছে ৬ কোটি ৪৩ লাখ ৫০০ টাকা।

Islami Bank

রোববার(১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার(ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, রাজধানীর মিরপুর, বনানী সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন…আগামী বছর সৌদি আরবে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

one pherma

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নং সড়কে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। পরে টাকা গণনা করে পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ টাকা। এদিকে নতুন করে উদ্ধার নিয়ে মোট উদ্ধারকৃত টাকার পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

ইবাংলা/এইচআর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us