পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন সিলেটে

নিজস্ব প্রতিবেদকঃ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সঙ্গে সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দল দুটি। আর টেস্ট ফরম্যাটে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসবে অ্যান্ডি বালবির্নি-হ্যারি টেক্টররা। সকাল ৮টায় ঢাকায় পৌঁছে ১১টার ফ্লাইটে তারা পৌঁছে গেছে ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে।

Islami Bank

আরও পড়ুন…‘রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসি ১৫ ব্যালন ডি’অর জিততো’

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। এর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। দুই দলের ওয়ানডে লড়াই শুরু হবে ১৮ মার্চ। এরপর ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।

one pherma

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৭ মার্চ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে।

ইবাংলা/এইচআর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us