রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।সোমবার (১৩ মার্চ) রাত ৭টা ৫৩ মিনিটে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন গালিব এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন…মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে হাজী বিরিয়ানিকে অর্থদন্ড
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান এরশাদ হোসাইন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বস্তিটিতে ২০ থেকে ২৫টির মতো ঘর থাকতে পারে। সেখানে ৩০টির বেশি পরিবারের বাস। ফায়ার সার্ভিস স্বল্প সময়ে এলেও গাড়ি প্রবেশের রাস্তা না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়েছে।
ইবাংলা/এইচআর/১৩ মার্চ-২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.