ওয়ানডের আগে তামিমকে ঘিরে শঙ্কা

শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের খেলা নিশ্চিত নয়। গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন দেখে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Islami Bank

আরও পড়ুন: শাকিবের সঙ্গে ছেলের ছবি দিয়ে যা জানালেন বুবলী

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন করেছেন তামিমও। নেটে তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের বিপক্ষে ব্যাটিংও করতে দেখা গেছে তাকে, করছিলেন বড় শটের অনুশীলনও। মাঝে হাথুরুসিংহে এসে আলাদা করে কথাও বলেছেন তার সঙ্গে। দেখে মনে হয়েছে, টেকনিক্যাল কোনো বিষয়েই আলোচনা করছেন তারা। নেটে বড় শটের দিকে বাড়তি মনযোগ দেখা যাচ্ছিল তামিমের।

one pherma

আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন সফরে চীনের প্রেসিডেন্ট

নেটে তামিমের সঙ্গে সেই আলোচনার কিছুক্ষণ আগেই অবশ্য তাকে ঘিরে তৈরি হওয়া দুশ্চিন্তার কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাথুরুসিংহে। অধিনায়কের ফিটনেসের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, তামিমের ফিটনেস নয়, স্বাস্থ্যজনিত একটু দুশ্চিন্তা আছে। আমার ধারণা, তার ভাইরাস সংক্রমণ ধরনের কিছু হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us