এবার শ্রীলঙ্কার কাছেও হারল বাংলাদেশের যুবারা

ইবাংলা ডেস্কঃ

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আফগানিস্তানের পর এবার শ্রীলঙ্কার কাছেও হেরেছে বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ হওয়া বাংলাদেশ এদিন ৫ উইকেটে পরাজিত হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে। টাইগার যুবাদের পক্ষে আহরার আমিন ছাড়া কেউই ব্যাট হাতে বড় রান করতে পারেনি।

Islami Bank

আরও পড়ুনটাইগারদের রেকর্ডগড়া রানের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

সোমবার (২০ মার্চ) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার আশিকুর রহমান ও মোহাম্মদ রিজওয়ান প্রথম ১১ ওভার কাটিয়ে দেন কোনো উইকেট না হারিয়েই। দ্বাদশ ওভারে আশিকুরের বিদায়ে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে। মালশা থারিপাথুর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এর কয়েক ওভার পরই ১ ছক্কা ও তিন চারে ৩৮ রান করে সাজঘরে ফেরেন রিজওয়ান। আরিফুল ইসলামও বেশিক্ষণ টানতে পারেননি দলকে। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালানো আহরার ৭০ বলে ফিফটি স্পর্শ করে রানআউট হন ইনিংসের শেষ বলে। এছাড়া ৪০ রান আসে জিশানের ব্যাট থেকে। ফলে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৯ রানে।

one pherma

আরও পড়ুনবাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা, অনিশ্চিত ম্যাচ

২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন কাপুরুবান্দারা। তাকে সঙ্গ দিয়ে যান জয়াবর্ধনে। দুজনের উদ্বোধনী জুটিতে ৯৫ রান আসে। ৪৪ বলে ফিফটি করা কাপুরুবান্দারা বিদায় নেন জিশানের বলে। অন্যদিকে, ছক্কা মেরে ৭৫ বলে পঞ্চাশে পা রাখেন জয়াবর্ধনে। কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন ১১৯ বলে। সেঞ্চুরির পর শিহাম জেমসের শিকার হন তিনি। পরবর্তীতে ৩৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় তারা।

ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us