অবশেষে জয়ের দেখা পেলো টাইগার যুবারা

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

আবুধাবিতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। আয়োজক দল আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে তারা। আরিফুল ইসলামের হার না মানা ১০৫ রানের ইনিংসে প্রায় তিনশ ছুই ছুই রান করে বাংলাদেশ। আহরার আমিন হাফ সেঞ্চুরি করে তাকে দারুণ সঙ্গ দেন। ২৯২ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে ৪৬তম ওভারে ২৪১ রানে অলআউট হয় আফগানিস্তান।

Islami Bank

আরও পড়ুন… আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সর্বনিম্ন টিকিট ২০০ টাকায়

৭২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে আহরার ও আরিফুল দলকে টেনে তোলেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১৬৮ রান। আহরার ১০০ বলে ৮ চার ও ১ ছয়ে ৮৭ রানে থামেন। ৯ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন আরিফুল। শেষ দিকে মিজানুর রহমান রাব্বি ১৪ বলে ২৯ রান করে দলকে শক্ত অবস্থানে নেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাহলেল আহমেদ।

one pherma

লক্ষ্যে নেমে দুই ওপেনার হাজবুল্লাহ দোরানি ও নুমান শাহ আগা ছাড়া আর কোনও ব্যাটার সুবিধা করতে পারেননি। ডেথ ওভারে ২৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় আফগানরা। সর্বোচ্চ ৯৩ রান করেন নুমান। ৪৩ রান আসে হাজবুল্লাহর ব্যাটে। সেঞ্চুরির পর দুটি উইকেটও নেন আরিফুল। সমানসংখ্যক উইকেট পান রাফি উজ জামান, মাহফুজুর রহমান রাব্বি ও শেখ পারভেজ জীবন। তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লিগ পর্বে তাদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান।

ইবাংলা/এইচআর /২৫ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us