তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল হন্ডুরাস

আন্তর্জাতিক ডেস্কঃ

তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের সম্পর্কের ইতি টেনেছেন মধ্য আমেরিকান দেশ হন্ডুরাস। একইসঙ্গে তাইওয়ানকে ছেড়ে চীনের হাত ধরেছে দেশটি। মধ্য আমেরিকান এই দেশটি শুধুমাত্র চীনকে স্বীকৃতি দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে। তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

Islami Bank

আরও পড়ুন… তহবিলের সঙ্কটে অনিশ্চিত পাকিস্তানের জাতীয় নির্বাচন

হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানকে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত অবহিত করা হয়েছে। তাইপে’র সঙ্গে কোনও সম্পর্ক বা অফিসিয়াল যোগাযোগ রাখবে না সরকার। হন্ডুরাস সরকারের এই সিদ্ধান্তের ফলে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা এখন ১৩-তে দাঁড়িয়েছে। হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রীর গত সপ্তাহে চীন সফরের পর প্রেসিডেন্ট জিয়ামারা কাস্ত্রো বলেন, ‘আমার সরকার বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উষ্ণ করবে। এ কারণে তাইওয়ানের সঙ্গে হন্ডুরাসের সম্পর্ক শেষ হওয়াটা প্রত্যাশিতই ছিল।

one pherma

আরও পড়ুন… যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে মিয়ানমার

১৯৪৯ সালে গৃহযুদ্ধের মধ্যে দুই পক্ষ বিভক্ত হওয়ার পর থেকেই কূটনৈতিক স্বীকৃতির জন্য লড়াইয়ে জড়িয়ে পড়ে চীন এবং তাইওয়ান। বেইজিং তার ‘এক চীন’ নীতির স্বীকৃতি পেতে বিলিয়ন বিলিয়ন ব্যয় করেছে। তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দেখে চীন। তবে তাইপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এটি মানতে নারাজ।

ইবাংলা/এইচআর /২৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us