তহবিলের সঙ্কটে অনিশ্চিত পাকিস্তানের জাতীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ

রিজার্ভ দ্রুত কমে যাওয়া, রুপি দুর্বল হয়ে যাওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে পাকিস্তান অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়েছে। এর ফলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশটির জাতীয় নির্বাচন। চলতি বছরের ৮ অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অর্থনৈতিক দূরাবস্থার কারণে নির্বাচনী খরচ মেটাতে হিমশিম অবস্থা সরকারের।

Islami Bank

আরও পড়ুন… মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর ভয়াবহ আঘাত, নিহত ২৩

শুক্রবার রাজধানী ইসলামাবাদে দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘চলতি বছর নির্বাচন হবে কিনা-তা পুরোপুরি অনিশ্চিত, কারণ নির্বাচনের আয়োজন করার মতো তহবিল এই মুহূর্তে সরকারের হাতে নেই। তহবিল হাতে না আসা পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে না। ’

অনিশ্চয়তার মাঝেই বিরোধী দলীয় নেতা ইমরান খান প্রায় প্রতিদিনই নির্বাচনের দিন এগিয়ে আনার দাবি জানাচ্ছেন। কিন্তু তার সেই দাবিতে কার্যত পানি ঢেলে দিয়েছেন খাজা আসিফ। ক্ষমতাসীন এ নেতা ইচ্ছাকৃত নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন কি না, সে বিষয়েও রয়েছে বিতর্ক।
বিরোধী দলের নেতা ইমরান খানের সমালোচনা করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের একটি বড় সমস্যার নাম ইমরান খান। তাকে গুপ্তহত্যার চেষ্টা চলছে বলে যে অভিযোগ তিনি করেছিলেন-তা ছিল মিথ্যা। ‘

one pherma

আরও পড়ুন… রুশ হামলায় ইউক্রেনে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত

এদিকে খাজা আসিফের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেন ইমরান খান। সেখানে সরকারের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

ইবাংলা/এইচআর /২৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us