টানা টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

টানা দুই ম্যাচে টস হারল বাংলাদেশ। আর দুটিতেই শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। সাকিব আল হাসানরা যখন টস করছিলেন তখনও জহুর আহমেদে বইছিল দমকা হওয়া। শেষ হতেই ঝড়ো বাতাসের শুরু। মিনিট কয়েকের ব্যবধানে নামে ঝুম বৃষ্টি। এখন মাঠ কাভারে ঢাকা।

Islami Bank

আরও পড়ুন… আর্জেন্টিনার গোল উৎসবের রাতে মেসির হ্যাট্রিক

দ্বিতীয় এই টি-২০ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে সাকিব আল হাসানের দল। দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের সঙ্গে একাদশে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। তবে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার ক্রেইগ ইয়াংয়ের জায়গায় এসেছেন বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমট টি-টোয়েন্টিতে ২২ রানে জয় পায় লাল সবুজের দল।

one pherma

বাংলাদেশ একাদশঃ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us