পাহাড় কাটতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু

ইবাংলা ডেস্কঃ

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে উখিয়া সদরের মুহুরীপাড়া এলাকায় পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০)।

Islami Bank

আরও পড়ুন… ডেঙ্গু আক্রান্ত আরও ৬ জন হাসপাতালে ভর্তি

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনার অংশের পাহাড় ধসে পড়লে দুই রোহিঙ্গা চাপা পড়েন। স্থানীয়রা এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস আরও এক জনের মরদেহ উদ্ধার করে।

one pherma

ওসি বলেন, নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মরদেহ দুটি পাঠানো হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us