নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে নেপালি নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সন্দেহভাজন এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চাকঢালা আমতলি মাঠ ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত নেপালি নাগরিকের নাম অম্বর থাপা বুরা (২৪) সে নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার ছেলে। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকরতা(ওসি) টান্টু সাহা।

আরও পড়ুন… পাহাড় কাটতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু

পুলিশ সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১ নম্বর সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪ পিলারের ১ নম্বর ১ এস হইতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াইকিলোমিটার দক্ষিন-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে নেপালের নাগরিক পরিচয় প্রদান করায় তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টান্টু সাহা বলেন, এই ব্যাপারে বিদেশী অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us