বরগুনা জেলার বামনা উপজেলার লক্ষিপুরা গ্রামের ত্রিমুখি বাজারে অবস্থিত ইরা ব্রিক্সে বুধবার দুপুরে সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় তারা নগদ ৭ লাখ ৬৫ হাজার টাকা অর্থ লুট ও অফিস ভাংচুর করেছে। সন্ত্রাসী হামলায় ভাটা ম্যানেজার আবুল কালাম, ইদ্রিস আকন, ফোরকানসহ ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আহতদের উদ্ধার করে বামনা হাসপাতালে চিকিৎসা দেন।
আরও পড়ুন… বরগুনায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনা উপজেলার লক্ষিপুরা গ্রামের ত্রিমুখি বাজারের ইরা ব্রিক্সে স্থানীয় হারুন ওরফে হারুন নিজাম প্রতিমাসে লক্ষাধিক ইট চাঁদা দাবি করে আসছে। মালিকপক্ষ আলহাজ্ব কবির হোসেন এ চাঁদা ইট দিতে অপরগতা স্বীকার করলে স্থানীয় বখাটে হারুন ওরফে নিজাম খান, সেলিম পহলান, নজরুল চাকর, বাদল, ইব্রাহিম, ইদ্রিস দেবত্র, জাফর মল্লিক নুতন সহ প্রায় ৫০/৬০ জনের একদল সন্ত্রাসি বুধবার দুপুরে এ হামলা লুট ও ভাংচুর করেন।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ও সন্ত্রাসীদের থেকে ৫ টি মটর সাইকেল জব্দ করেন। এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.