দুই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নয়জন নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাতে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সামরিক কর্মকর্তারা এ ঘটনায় নয়জন সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়, এটি একটি দুঃখজনক ঘটনা।

Islami Bank

আরও পড়ুন…  সাবেক পর্ন তারকার মামলায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প

এর আগে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান জানান, দুটি এইচএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ মিশনে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার দুটি ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের অংশ ছিল।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এক টুইট বার্তায় ঘটনাস্থলে পুলিশ ও জরুরি ব্যবস্থাপনা সার্ভিস কাজ করছে বলে জানান তিনি। লুবাস বলেন, ‘আলাবামা থেকে আমাদের একটি নিরাপত্তা দল ফোর্ট রাকার আসছে, যারা বিমানের নিরাপত্তা এবং বিশেষ করে এই তদন্তে বিশেষজ্ঞ।’

one pherma

আরও পড়ুন…  স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সেনাদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যারা দুর্ঘটনায় উদ্ধার কাজে সাড়া দিয়েছেন তাদের প্রশংসা করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘এই মর্মান্তিক ক্ষতির জন্য দুঃখিত’। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এই ভয়ানক, সত্যিকারের ভয়ঙ্কর, দুর্ঘটনার প্রেক্ষিতে শোকাহতদের পাশে দাঁড়িয়েছি।

ইবাংলা/এইচআর/৩১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us