শামীমের লড়াকু ফিফটি, ১২৪ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

প্রথম দুই টি-টোয়েন্টিতে দাপুটে ব্যাটিং করা বাংলাদেশ যেন খেই হারিয়ে ফেললো শেষ ম্যাচে এসে। ব্যাটারদের মধ্যে দায়িত্বজ্ঞানের ছিটেফোঁটাও দেখা গেলো না। ব্যতিক্রম কেবল শামীম হোসেন পাটোয়ারী। একের পর এক উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল সাকিব আল হাসানের দল। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে একাই লড়াই করলেন শামীম।

Islami Bank

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুন…  হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

one pherma

প্রথম দুই ম্যাচে টস হেরে ব্যাটিং করে রেকর্ড রান তোলে বাংলাদেশ। তবে এদিন শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদারের ওপেনিং জুটি জমেনি। ওপেনার লিটন ৪, তিনে নামা নাজমুল শান্ত ৫ রান করে ফিরে যান। এরপর রনি তালুকদার ১৪ ও সাকিব আল হাসান ৪ রান করে আউট হন। এরপর তাওহীদ হৃদয় ১২ রান করে ফিরলে ৪১ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এক পর্যায়ে ৯.৩ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা। খেলার এমন অবস্থায় একশ পার হওয়া নিয়েই শঙ্কা ছিল।

দলের এমন কঠিন পরিস্থিতিতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন শামীম পাটোয়ারি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে শেষ পর্যন্ত ১৯.২ ওভারে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ৪২ বলে ৫টি চার আর ২টি ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেন শামীম।

ইবাংলা/এইচআর/৩১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us