বেশি বয়সে মা হয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী

গত বছরের এপ্রিলে কন্যা সন্তানের জন্ম দেন বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। মেয়ের বয়স সাত মাসের মাথায় ফের মা হন এ অভিনেত্রী। খবরটি শুনে অনেকেই অবাক হয়ছিলেন তখন।

সেইসঙ্গে কটাক্ষের শিকার হতে হয়েছিল দেবিনাকে। কেননা ৩০ পেরিয়ে মা হওয়ায় তখন অনেকেই খোঁচা মারতে ছাড়েননি দেবিনাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরও পড়ুন: প্রেমে পড়েছেন সামিরা খান মাহি!

দেবিনার মতে মা হওয়া মুখের কথা নয়। এত বড় দায়িত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াটা জরুরি। কিন্তু, এই বিষয়টি কেউ বুঝতে চায় না। বিয়ের পরেই মা হওয়ার জন্য চাপ দিতে থাকে সমাজ। দেবিনা জানিয়েছেন, তিনি নিজে সেই চাপটা অনুভব করেছেন। ৩০ বছর পেরোনোর পর থেকেই নাকি ওই চাপ অনেকটা বেড়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘আমি মুম্বাইয়ে এসেছিলাম কাজ করতে। নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চেয়েছিলাম। কিন্তু, আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছিল, কেন মা হচ্ছি না?’

আরও পড়ুন: বঙ্গবাজারে পুড়েছে ৫ হাজার দোকান: মালিক সমিতি

দেবিনা আরও বলেন, ‘শুধু আশেপাশের মানুষজন আমাকে চাপ দিচ্ছিলেন, তা নয় কিন্তু। দর্শকরাও আমাকে মা হওয়ার পরামর্শ দিতেন।’

তার দাবি, কমবয়সে সন্তানধারণ না করার জন্য রোজই প্রশ্নের মুখে পড়তে হতো তাকে। এ প্রসঙ্গে দেবিনা বলেন, ‘আমি খালি ভাবতাম ভুল করছি না তো? আসলে সবাই এক পরামর্শ দিলে মনে হয় সত্যিই হয়ত বড় ভুল করে ফেলেছি।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us