বিশ্বকাপের শিরোপা জয়ের প্রায় চারমাস পর অবশেষে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা। এক ধাপ এগিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিফার হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পায় আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন… বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, ফাইনালে রিয়াল
মার্চের আন্তর্জাতিক বিরতিতে পানামা ও কুরসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে সমর্থ হলো আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের পর একটি মাত্র প্রীতি ম্যাচ খেলেছে। মরক্কোর বিপক্ষে সে ম্যাচে হেরে পয়েন্ট খুইয়ে তিন নম্বরে নেমে গেছে হলুদ জার্সিধারীরা।
১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়নরা। আগের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগের র্যাঙ্কিংয়ে ব্লুদের পয়েন্ট ছিল ১৮২৩.৩৯।
আর এতদিন শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে তৃতীয় স্থানে। ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে আগেরবার শীর্ষে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩৪.২১।
আরও পড়ুন… মুশফিকের শতকে বাংলাদেশের ১৫৫ রানের লিড
ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স ছাড়া র্যাংকিংয়ে সেরা দশে থাকা অন্য সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। র্যাংকিংয়ে চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম এবং পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।
ইবাংলা/এইচআর/৬ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.