বান্দরবানে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায় দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকা‌লের দি‌কে রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌ল ম‌র্গে নি‌য়ে আসে।

Islami Bank

আরও পড়ুন… নোয়াখালীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

ত‌বে কি  কারণে এ গোলাগু‌লির ঘটনা ঘ‌টে‌ছে নিহতরা কোন গ্রুপের সদস‌্য প্রাথ‌মিক ভা‌বে পু‌লিশ তা জানা‌তে পা‌রে‌নি। এদের ম‌ধ্যে ৭ জ‌নের নাম জানা গে‌ছে, তারা হল, ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ানঙাক বম ও লাল ঠা জার বম। ত‌বে এ ঘটনার পরপরই খামতাং পাড়া এলাকায় পাড়াবাসী‌রা যেন আত‌ঙ্কে না থা‌কে সে জন‌্য নিরাপত্তা জোরদা‌রের কথা জানা‌লেন বান্দরবান পু‌লিশ সুপার মো: তা‌রিকুল ইসলাম পি‌পিএম।

one pherma

তি‌নি ব‌লেন, রে‌ায়াংছ‌ড়ি খামতাম পাড়া এলাকার প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের পা‌শে সেনা পোশাক প‌রি‌হিত ৮ জ‌নের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌দের বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌য়ে‌ছে। ত‌বে কে বা কারা তা‌দের মে‌রে‌ছে তা জানা যায়‌নি। বিষয়‌টি নি‌য়ে তদন্ত চল‌ছে। এছাড়া পাহা‌ড়ের সা‌র্বিক নিরাপত্তার জন‌্য পাহা‌ড়ে পু‌লি‌শি নিরাপত্তা জোরদার ও গো‌য়েন্দা নজরদা‌রি বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

আরও পড়ুন… বান্দরবানে কলা গাছের আঁশে তৈরি হলো ‘কলাবতী’ শাড়ি

এদি‌কে নাম প্রকাশ না করার শ‌র্তে  স্থানীয়রা জানান, নিহতরা সবাই কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস‌্য। ত‌বে প্রতিপক্ষ ইউপি‌ডিএফ গণতা‌ন্ত্রিক না‌কি জেএসএস সংস্কার তা জানা‌তে পা‌রে‌নি। কি কার‌ণে এ গোলাগু‌লির ঘটনা তাও জানা‌তে পা‌রে‌নি স্থানীয়রা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us