দেশের সব মহানগরের থানা এবং উপজেলায় বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে শনিবার (৮ এপ্রিল) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচির পর এবার মহানগরীর সব থানা এবং সব উপজেলায় দুই ঘণ্টা এই অবস্থান কর্মসূচি করবে দলটি।

Islami Bank

আরও পড়ুন… জাতীয় সংসদের বিশেষ অধিবেশন পুনরায় শুরু

বিএনপি সূত্রে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি থানায় এবং সাড়ে ৫ শ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬ শ স্থানে একযোগে এই অবস্থান কর্মসূচি হবে। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। ইতিমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর কমিটিসহ সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদেরকে উক্ত অবস্থান কর্মসূচি সফল করে চলমান গণআন্দোলনকে বেগবান করতে আহবান জানিয়েছেন।

one pherma

আরও পড়ুন… আরো কমলো স্বর্ণের দাম

অবস্থান কর্মসূচিতে সারাদেশের মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। প্রতিটা থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us