বিভ্রান্তিকর বিজ্ঞাপনে কাজ করে বিপাকে নওয়াজ-উর্বশী!

বিনোদন ডেস্কঃ

নওয়াজউদ্দিন সিদ্দিকী ও উর্বশী রাউতেলা বিভ্রান্তিকর এক বিজ্ঞাপনে অভিনয় করে বিপাকে পড়েছেন। এটি প্রচারের দায়ে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি থেকে তাদের নোটিশ পাঠানো হয়েছে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি থেকে লোটাস ৩৬৫-কে নোটিশ পাঠানো হয়, এ গেমিং কোম্পানি রথকে খবরের কাগজে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

Islami Bank

আরও পড়ুন… শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

এই বিজ্ঞাপনে সংস্থা থেকে দাবি করা হয়েছে, ২০১৫ সাল থেকে তারা নাকি ভারতের সব থেকে বিশ্বস্ত স্পোর্টস এক্সচেঞ্জ। এই কোম্পানিকে তাদের দাবির সমর্থনে প্রমাণ জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, এই কোম্পানির হয়ে যেসব তারকারা প্রচার করছেনও বিজ্ঞাপনগুলোকে সমর্থন করছেন তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে। এ কারণেই ফেঁসে গেছেন নওয়াজ ও উর্বশী।

তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তারা কী করে জানলেন এই কোম্পানি যে দাবি করছে সেটা সঠিক। না জেনে কীভাবে তারা এই বিজ্ঞাপন সমর্থন এবং প্রচার করছেন, সেটিও তাদের জিজ্ঞেস করা হয়েছে। কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে তারকাদেরকে কোনো বিজ্ঞাপনে কাজ করা ও সেটা প্রচার করার আগে সব দিক বিবেচনা করে নেন।

one pherma

আরও পড়ুন… ওটিটিতে ‘নগ্নতা-অশ্লীলতার’ অবসান চান ভাইজান

তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো বিজ্ঞাপনে কাজ করার আগে তারা যেন অবশ্যই কোম্পানি থেকে যা দাবি করা হচ্ছে সেটার কাগজ দেখে নেন। নওয়াজ বা উর্বশী যেহেতু তেমনটা করেননি এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করেছেন সেহেতু তাদের নোটিশ পাঠানো হয়েছে। পদক্ষেপ নেওয়ার আগে তাদের থেকে আপাতত সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি থেকে উত্তর চাওয়া হয়েছে।

ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us