কানাডার পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

কানাডার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে সুনামির কোন হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভ্যাঙ্কুভার দ্বীপের পোর্ট ম্যাকলিনের ১৪০ মাইলের বেশি দক্ষিণ-পশ্চিমে সমুদ্র তলদেশের মাত্র পাঁচ মাইল (আট কিলোমিটার) গভীরে।

Islami Bank

আরও পড়ুন… জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ

one pherma

ভ্যাঙ্কুভার দ্বীপের ভিক্টোরিয়ার এক বাসিন্দা বলেন,  এ অঞ্চলে প্রতিবছর কয়েকবার স্বল্প মাত্রা ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। তবে সেখানে ৬ মাত্রার কাছাকাছি শক্তির ভূমিকম্পের আঘাত একটু বেশি অস্বাভাবিক হলেও এতে ভয়ের কিছু নেই। এদিকে ব্রিটিশ কলম্বিয়ার জরুরি সার্ভিস টুইটার বার্তায় জানিয়েছে, এতে সেখানে সুনামির কোনো হুমকি নেই।

ইবাংলা/এইচআর/১৪ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us