জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের জেনারেটার কক্ষের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা অ্যানার্গোএটম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। অ্যানার্গোএটম এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরিত বোমাটি রাশিয়া পুঁতে রেখেছিল।জাপরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের চার নম্বর রিয়েক্টরের ইঞ্জিন রুমের পাশে বোমটি বিস্ফোরিত হয়েছে।

আরও পড়ুন…সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরাইল

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরো ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে নিপার নদীর অপর তীরে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণ এখন রুশ সামরিক বাহিনীর হাতে।

ইবাংলা/এইচআর/১৪ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us