দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন… বান্দরবানে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হল সাংগ্রাই
এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবান পৌরসভার, বালাঘাটা এলাকায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সারা দেশে ৪র্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন।
দৃষ্টিনন্দিত বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা, যা বাস্তবায়নের দায়িত্ব ছিলো বান্দরবান গণপূর্ত বিভাগের।
বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ও ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান।
আরও পড়ুন… বান্দরবানে ফুল ভাসিয়ে চাকমাদের বিঝু ও বিষু উৎসব শুরু
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গনপুর্ত নিবাহী প্রকৌশলী শর্মী চাকমা, পাবত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস.এম শহীদুল ইসলাম। এছাড়াও ফাউন্ডেশনের কর্মকর্তা এবং বিভিন্ন মসজিদ হতে আশা ইমাম অতিথি ও স্থানীয় জনসাধারণ।
ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.