মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তৃতীয়বারের মতো ক্লাবটির মালিকানা পেতে দরপ্রস্তাব করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি।

Islami Bank

আরও পড়ুন… প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েদের দাপুটে জয়

এদিকে শেখ জসিম মতো তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেছেন ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র‌্যাটক্লিফও। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি কেনার দৌড়ে এ দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এটাই দুজনের চূড়ান্ত দরপ্রস্তাব।

শুক্রবার (২৮ এপ্রিল) পর্যন্ত এই দরপ্রস্তাব হাঁকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য শেখ জসিম এবার ৫০০ কোটি পাউন্ডের কিছু বেশি দর হেঁকেছেন। তবে র‌্যাটক্লিফের অর্থের কথা জানা যায়নি।

one pherma

আরও পড়ুন… অনুশীলন ক্যাম্প করতে বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে

সূত্রমতে, শেখ জসিম ম্যানচেস্টার ইউনাইটেডের শতভাগ মালিকানা পেতে চান এবং দলবদলের বাজারে টাকা ঢালার পাশাপাশি ক্লাবের অবকাঠামো পাল্টানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। অনুশীলনকেন্দ্র ঠিক করার পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা রয়েছে শেখ জসিমের দরপ্রস্তাবে। এ ছাড়াও ইউনাইটেডের ৬২ কোটি ডলার দেনা মোচনের প্রতিশ্রুতিও দিয়েছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর পুত্র।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us