প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল ‘কিসি কি ভাই কিসি কি জান’

বিনোদন ডেস্কঃ

ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড়পর্দায় ফিরলেন অভিনেতা সালমান খান। প্রথম দিন, শুক্রবার, ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর, জানাযাচ্ছে, প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল ‘কিসি কি ভাই কিসি কি জান’।

Islami Bank

আরও পড়ুন… যেন ডিজনির রাজকন্যা, ‘বার্বি ডল’ লুকে ধরা দিলেন মালাইকা

প্রথম সপ্তাহান্তের রবিবার, অর্থাৎ ছবি মুক্তির তৃতীয় দিনে দুর্দান্ত ব্যবসা করেছিল সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুধু রবিবারই এই ছবি ২৬.৬১ কোটি টাকার ব্যবসা করে। যার ফলে ছবির প্রথম সপ্তাহান্তের মোট আয় ৬৮.১৭ কোটি টাকায় দাঁড়িয়েছিল। বিশ্বজুড়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মোট আয় ছিল ১২.৮০ কোটি টাকা।

পরিচালক ফারহাদ সামজি সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট উইকেন্ড কালেকশন পোস্ট করেন। তিনি লেখেন, ‘কিসি কা ভাই কিসি কি জান প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সালমান খানের তারকা খ্যাতির সঙ্গে ঈদের মৌসুম শনিবার ও রোববার হাউজফুল করতে পেরেছে। শুক্রবার ১৫.৮১ কোটি টাকা, শনিবার ২৫.৭৫ কোটি টাকা ও রোববার ২৬.৬১ কোটি টাকা। মোট আয় ৬৮.১৭ কোটি টাকা। শনিবার ও রোববারের ব্যবসায় এই লাফ মূলত মাস সার্কিট থেকে এসেছে।’

one pherma

আরও পড়ুন… উরফি স্টাইলে আবেদনময়ী রূপে ধরা দিলেন জাহ্নবী

এটা খুব ভালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে, কারণ একাধিক বড় বাজেটের ছবি জায়গা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। শনিবার ছবির আয়ে ৬২.৮৭ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং রোববার ৩.৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us