যে ভুলের জন্য আজও আক্ষেপ করেন মাধুরী

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপের যাদু ও নাচের ঝলকের কথা সবার জানা। সেই সঙ্গে প্রখর অভিনয় দক্ষতা তো রয়েছেই। এই তিন অস্ত্রের সমন্বয় করেই বি-টাউনে তিনি রাজত্ব করেছেন নব্বই দশকের পুরোভাগ। তবে নিজের ক্যারিয়ার গড়তে কিছু ভুলও করেছিলেন নায়িকা। সেই ভুলের জন্য আজও আক্ষেপ করেন তিনি।

Islami Bank

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন সেকথা। ১৯৮৮ সালে বিনোদ খন্নার বিপরীতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। ক্যারিয়ার গড়তে ২০ বছরের বড় অভিনেতাকে চুমু খেতে হয় তাকে। করতে হয় অন্তরঙ্গ দৃশ্য।

ফিরোজ খানের পরিচালনায় ও প্রযোজনায় নির্মিত ওই ছবিটি ছিল ‘দয়াবান’ । এই ছবির মুখ্য চরিত্রে দেখা যায় বিনোদ খন্না ‌ও মাধুরীকে। ফিরোজ নিজেও এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে অভিনয়ের খাতিরে নিজের চেয়ে বয়সে ২০ বছরের বড় নায়ককে চুমু খেয়েছিলেন মাধুরী।

আরও পড়ুন>> জামায়াতের বিচারে আইন সংশোধনের প্রক্রিয়া চলমান: আইনমন্ত্রী

তবে ছবি মুক্তি পাওয়ার পর শুরু হয় ঝামেলা। মাধুরীকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক এবং সমালোচনা। আশির দশকে পর্দায় এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নায়িকাদের জন্য সহজ ছিল না। মাধুরীর অভিনয় ভালো লাগলেও এই দৃশ্যটি নিয়ে দর্শকমহলে আলোচনা চলতে থাকে।

one pherma

মাধুরী এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার পরিবারের কেউ ফিল্মজগতের সঙ্গে যুক্ত ছিল না। তাই আমি কিছুই জানতাম না। তখনকার দিনে এ গ্রেড ছবির নায়িকারা যে চুম্বনের দৃশ্যে অভিনয় করতেন না, তা জানতাম না আমি।’

তিনি আরও বলেছিলেন, ‘মুক্তির পর আমি ছবিটি দেখেছিলাম। চুম্বনের দৃশ্যটি যে ছবিতে বিরাট কোনও পরিবর্তন এনেছিল তা মনে হয়নি আমার। ওই দৃশ্য বাদ দিলেও চলত। এই কাজ করার জন্য এখনও আফসোস করি।’

এই ঘটনার জন্য বহু বছর আক্ষেপও করেছেন মাধুরী। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই ঘটনার পর পর্দায় কোনও অভিনেতার সঙ্গেই আর চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us