আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়া ছাড়াও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৫ মে) সন্ধ্যা ৬টার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন>> মোহাম্মদপুরের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
পূর্বাভাসে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) সন্ধ্যায় কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার সকাল পর্যন্ত দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিক অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের অবস্থান পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়।
এই অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এছাড়া উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়া ছাড়াও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন>> আ. লীগ থেকে স্থায়ী বহিষ্কার জাহাঙ্গীর
এদিকে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে জানানো হয়েছে। এমতাবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও খুলনার মোংলায়, ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বরিশালে সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.