ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ইবাংলা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরীক্ষায় পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।

Islami Bank

এ বছর ‘ক’ ইউনিটে আবেদন জমা পরেছিল ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ টি। এরমধ্যে পরীক্ষায়  অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন , যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

এবার প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী ৯৭ দশমিক ৭৫, দ্বিতীয় স্থান অধিকারী ৯২ দশমিক ৭৫ এবং তৃতীয় স্থান অধিকারী ৯১ দশমিক ৯৫ নাম্বার পেয়েছেন।

one pherma

উল্লেখ্য, গত ১লা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও এবারই প্রথম সাত বিভাগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল পেতে ভিজিট করুন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.du.ac.bd

ইবাংলা/টিপি/ ৩ নভেম্বর, ২০২১

Contact Us