ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মিজানুর রহামান ওরফে মিজানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Islami Bank

বুধবার (৭ জুন) দুপুরে এ তথ্য জানায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

আরও পড়ুন: নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক

one pherma

তিনি বলেন, বুধবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড এবং পর্নোগ্রাফি আইনে পাঁচ বছর ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজার আসামি মিজানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us