স্বর্ণের কাপ কিনলেন বাপ্পি লাহিড়ী!

বিনোদন ডেস্ক :

বাপ্পি লাহিড়ীর গান আর স্বর্ণ!  এই দুটোই দারুণ জনপ্রিয় গোটা বিশ্বে।  শুধু সংগীত পরিচালক নন, ‘ইন্ডিয়ান গোল্ডম্যান’ নামেও পরিচিত বাপ্পি লাহিড়ী।  তবে এবারের ধনতেরাসে উৎসবে ভক্তদের একটু অন্যরকমভাবে চমকে দিলেন তিনি।

Islami Bank

প্রত্যেকবারই ধনতেরাসের দিন সোনার কিছু একটা কিনে থাকেন বাপ্পি লাহিড়ী।  তবে বেশিরভাগ সোনার গয়নাকেই পছন্দের তালিকায় রাখেন।  এবারের ধনতেরাসে অবশ্য প্ল্যানটা একেবারেই বদলে ফেললেন বাপ্পি লাহিড়ী।

একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বাপ্পি লাহিড়ী জানিয়েছেন, ‘সোনার গয়না আমার কাছে হরেক রকমের রয়েছে।  তাই এবার আর গয়না কিনলাম না।  বরং কয়েকদিন আগে সোনার চায়ের কাপ ও প্লেট দেখেছিলাম।  স্ত্রীকে বললাম এবারের ধনতেরাসে সেটাই কিনে নিয়ে এসো! বলা ভালো অনেক দিনের একটা ইচ্ছে এবারের ধনতেরাসে পূর্ণ হলো!’

কয়েকদিন আগেই খবর হয়েছিল বাপ্পি লাহিড়ী গুরুতর অসুস্থ।  তিনি নাকি কণ্ঠস্বর হারিয়েছেন।  তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং বাপ্পি লাহিড়ী।  রটনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি।  এ ব্যাপারে তিনি বলেছেন, ”এই ঘটনায় আমি হতবাক। আমার শুধুমাত্র কাশি হয়েছিল। কণ্ঠস্বর একেবারেই ঠিক রয়েছে আমার।”

one pherma

আরও পড়ুন : ছেলের নিরাপত্তায় দেহরক্ষী নিয়োগ দেবেন শাহরুখ!

তিনি আরও বলেন, ”গত ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি।  এরকম ঘটনা আগে কখনই ঘটেনি। গোটা বিষয়টা নিয়ে সত্যিই আমি খুব দুঃখ পেয়েছি।  আমি এখন একটা ডকুমেন্টারির কাজ করছি।  সুস্থ না থাকলে, কীভাবে তা করতাম? সামনে আরও কিছু রেকর্ডিং রয়েছে।”

ইবাংলা/এএমখান/০৩ নভেম্বর, ২০২১

Contact Us