পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক

  • বুধবার (৩ নভেম্বর) রাজধানীর কলাবাগানে খেলার মাঠ ও মাঠ সংলগ্ন শহীদ শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী ধানমন্ডি লেকের যে নকশা করে দিয়েছিলেন, সেই নকশা অনুযায়ী লেকের নান্দনিক পরিবেশ পুনরুদ্ধারে কাজ চলছে।
Islami Bank

অবৈধ দখলদারদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘দায়িত্ব নেওয়ার প্রথম দিন একটি বার্তা দিয়েছি, ‘সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করব।’ পর্যায়ক্রমে সেই কার্যক্রম হাতে নিয়েছি এবং তাদের উচ্ছেদ করে চলেছি। আপনারা জানেন, ওয়াসার কাছ থেকে খালগুলো পাওয়ার পর ব্যাপকভাবে আমরা দখলমুক্ত করেছি।’’

দায়িত্ব পাওয়ার পর যে সকল খাল থেকে বর্জ্য ও পলি অপসারণ করা হয়েছে তার মধ্যে অনেক খালের অনেক জায়গায় ইতোমধ্যে ভরাট হয়ে গিয়েছে উল্লেখ করে মেয়র বলেন, পহেলা জানুয়ারি থেকে আবারও খাল পরিষ্কার কার্যক্রম হাতে নেবো।

one pherma

তাপস আরও বলেন, আজ আমরা কলাবাগান মাঠ ও মাঠ সংলগ্ন এই পার্কটি উদ্বোধন করেছি। এখানে বাচ্চারা আসতে পারবে। খেলাধুলার জন্য বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে। এর মাধ্যমে অত্র এলাকার দীর্ঘ প্রতীক্ষিত, উপভোগ্য জায়গাটি উন্মোচিত হলো। সকলে পরিবার-পরিজন নিয়ে এখানে আসতে পারবে, ঘুরতে পারবে, খেলতে পারবে।

ইবাংলা/ এইচ /০৩ নভেমবর, ২০২১

Contact Us