ফের এক হলেন রাজ-পরী

সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী- তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়। এরপরেই আলোচনায় আসে রাজ ও পরীমনির দাম্পত্য কলহ।

Islami Bank

ভিডিও ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছে নানা বক্তব্য। যেখানে অনেকটাই স্পষ্ট- এই তারকা দম্পতির সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে দুজনেই বক্তব্যে এও উঠেছে এসেছে- তাদের ‘ডিভোর্স’ এখন সময়ের ব্যাপার মাত্র।

আরও পড়ুন>> পদত্যাগ করলেন যুক্তরাজ্যে তিন এমপি

এরই মাঝে একসঙ্গে দেখা গেল আলোচিত এই তারকা দম্পতিকে। উপলক্ষ- তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তারা।

one pherma

রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমনি। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বলভাবে দেখা মিলল তাদের।

ভিডিওটি পোস্ট করে পরীমনি লেখেন, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। শুভ দশমাস বাপজান।

এরপর এই চিত্রনায়িকা আরো লেখেন, মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যস এতটুকুই। সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us