কমলো সয়াবিন তেলের দাম

সরকার ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে। লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা থেকে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Islami Bank

রোববার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা ও পামওয়েল আরও ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

আরও পড়ুন>>ঢাকাসহ ৮ বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস

one pherma

সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা আর পামঅয়েল ১৩৫ টাকা ছিল, ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us