পাকুন্দিয়া থেকে যুবদলের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার মঠখোলা বাজারে এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন থেকে তাকে গ্রেফতার করা হয়।

খন্দকার আল আশরাফ মামুনের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।

আরও পড়ুন: ফরিদপুরে খড় বোঝাই ট্রলিতে গাঁজা, আটক ২

one pherma

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ভাইয়ের এগারসিন্দুর ইউনিয়ন মঠখোলা এলাকায়। তাই তিনি এ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। পুলিশ এ সম্মেলনে হঠাৎ হামলা চালিয়ে তাকে গ্রেফতার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us