‘মা’ দেখতে সিলেটে পরী

গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পেয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির অভিনীত ‘মা’ সিনেমাটি।

Islami Bank

আর সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন পরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে পরী বিষয়টি জানিয়েছেন।

রোববার (১১ জুন) সন্ধ্যার বিশেষ প্রদর্শনীতে দর্শকের সঙ্গে সিনেমা উপভোগ করেছেন পরীমণি।

আরও পড়ুন: সুস্থতার জন্য দোয়া চাইলেন ওমর সানী

one pherma

পোস্টে পরী লেখেন, আমরা কিন্তু চলে এসেছি। প্রিয় সিলেটবাসি,আজ গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে সন্ধ্যার শো-তে আপনাদের সাথে ‘মা’ সিনেমাটি দেখবো আমরা! একসাথে সিনেমা উপভোগ, গল্প সাথে হবে সেলফি। তাই এখনই আপনার আসন নিশ্চিত করে ফেলুন!

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘সত্যি বলতে ঢাকায় ছবিটা মুক্তি দিয়ে আমি সন্তুষ্ট নই। যতটা সাড়া প্রত্যাশা করেছিলাম, সেটা পাইনি। কিন্তু সিলেটে এসে সেই আভাস পাচ্ছি। আমি প্রত্যেকটি জেলায় ছবিটা নিয়ে যাব। প্রেক্ষাগৃহে, শিল্পকলা একাডেমি কিংবা টাউন হল-যেখানে যা পাই, সেখানেই প্রদর্শনী করব।’

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us