সুস্থতার জন্য দোয়া চাইলেন ওমর সানী

ঢাকাই সিনেমার নব্বই দশেকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তবে তার অসুস্থতা সর্ম্পকে বিস্তারিত জানা যায় নি।

Islami Bank

বর্তমানে ব্যবসায় ব্যস্ত সময় পার করলে ভালো গল্প পেলে সিনেমায় অভিনয় করেন তিনি। পাশাপাশি ফেসবুকে বিভিন্ন সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন।

আরও পড়ুন: গুজব উড়িয়ে দিলেন সাফা

রোববার (১১ জুন) দুপুরে তার ফেসবুকে অসুস্থতায় জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি তার পোস্টে লেখেন, অসুস্থতায় দোয়া চাওয়া উচিত, তাই সবাই দোয়া করবেন।

one pherma

১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ সিনেমা দিয়ে অভিষেক হয় ওমর সানীর। এরপর দীর্ঘদিন রাজত্ব করেছেন এই গুণী অভিনেতা।

আরও পড়ুন: ‘সুড়ঙ্গ’র নতুন চমক নুসরাত ফারিয়া

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরি হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’৷ ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’ ও ‘আজব প্রেম’। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি অপেক্ষায়।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us